হালদা নদীতে অভিযান, অবৈধ ঘেরা ও কারেন্ট জাল জব্দ

দেশের অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে অভিযান চালিয়ে ৪৩০ ফুট অবৈধ ঘেরা ও কারেন্ট জাল জব্দ করেছে ফটিকছড়ি উপজেলা মৎস্য অফিস।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) উপজেলার পাইন্দং ইউনিয়নের যুগিনাঘাটা ও ভূজপুর ইউনিয়নের রাবার ড্যাম এলাকা অভিযান পরিচালনা করা হয়।

এ সময় হালদা নদীতে অবৈধ ঘেরা ও কারেন্ট জাল দিয়ে ফাঁদ পেতে মাছ শিকার করায় পাইন্দং ইউনিয়নের যুগিনাঘাটা ব্রিজের নিচ থেকে ৩০০ ফুট ঘের জাল ও ভুজপুর ইউনিয়নের রাবার ড্যাম সংলগ্ন এলাকায় ১৩০ ফুট কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়ে ধ্বংস করা হয়।

হালদা নদীর মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা মৎস্য অফিসার আজিজুল ইসলাম।

মন্তব্য নেওয়া বন্ধ।