এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদী থেকে সাড়ে ১৩ কেজি ওজনের একটি মৃত মৃগেল মা মাছ উদ্ধার করা হয়েছে। সোমবার (৪ আগস্ট) সকাল ৯টা ৪৫ মিনিটে হাটহাজারীর শাহ মাদারী হ্যাচারি এলাকা থেকে মাছটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা নদীতে মাছটিকে ভাসতে দেখে নৌ পুলিশের অস্থায়ী ফাঁড়িকে খবর দেন। পরে নৌ পুলিশ ফাঁড়ির এএসআই রমজান আলী ও নদী পাহারাদারদের সহযোগিতায় মাছটি উদ্ধার করে ক্যাম্পে নেওয়া হয়।
এএসআই রমজান আলী জানান, মাছটির নাভির আশপাশ থেকে ময়লা পানি বের হচ্ছিল, যা থেকে বোঝা যায় এটি পচনধরা অবস্থায় ছিল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির অনুমতি নিয়ে মাছটিকে নদীর পাড়েই মাটি চাপা দেওয়া হয়েছে।
উদ্ধার করা মৃগেল মা মাছটির দৈর্ঘ্য ছিল ৪২ ইঞ্চি ও প্রস্থ ১৮ ইঞ্চি বলেও জানান তিনি।
প্রসঙ্গত, হালদা নদী কার্পজাতীয় মাছের প্রাকৃতিক প্রজননস্থল হিসেবে পরিচিত। প্রতি বছর এই নদীতে রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মা মাছ ডিম ছাড়ে, যা দেশের মৎস্য খাতের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখে।



মন্তব্য নেওয়া বন্ধ।