হালদায় ১৫’শ মিটার ঘেরা জাল জব্দ

চট্টগ্রামের হাটহাজারীর হালদা নদীতে অভিযান চালিয়ে ১ হাজার ৫০০ মিটার নিষিদ্ধ ঘেরা জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (২৮ সেপ্টেম্বর) রাতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে নদীর মেখল ইউনিয়নের ছত্তারঘাট এলাকা থেকে অভিযান শুরু করে গুমান মর্দ্দন ইউনিয়নের পেশকারহাট এলাকা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিদুল আলম বলেন, নিষিদ্ধ জার ব্যবহার করে মাছ ধরা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এ জাল জব্দ করা হয়েছে। যদি সবাই সচেতন হয় তাহলে আশা করা যাচ্ছে এসব জালের ব্যবহার শূল্যের কোটায় নেমে আসবে। যা মা মাছ ও ডলফিনের জন্য অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

প্রসঙ্গত, হালদা বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস প্রজনন ক্ষেত্র। এর সুরক্ষায় সরকার নদীটিকে ‘বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ’ ঘোষণা করেছেন। তবে কিছু অসাধু চক্র হালদা নদী থেকে মা মাছ শিকার, বালু উত্তোলন ও হালদার স্বাভাবিক জীববৈচিত্র্য বিনষ্ট হয় এমন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

মন্তব্য নেওয়া বন্ধ।