চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আরও তিন দগ্ধ ব্যক্তিকে ঢাকায় নিয়ে যাওয়া জরুরি বলে জানিয়েছেন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জাতীয় সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।
সোমবার (৬ জুন) চমেক হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ রোগীদের পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এসম তিনি অযথা হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানান।
ডা. সামন্ত লাল বলেন, ‘দগ্ধ রোগীদের শরীর ফুলে যাচ্ছে। তাঁদের শ্বাসকষ্ট হতে পারে। সে জন্য বার্ন আইসিইউতে নিতে হতে পারে। এ কারণে তাঁদের পরিবারের সদস্যদের সাঁয় মিললে ঢাকায় নিয়ে যেতে চাই।’
তিনি আরও বলেন, ‘চমেক হাসপাতালে চিকিৎসকদের যোগ্যতা ও দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু এখানে কিছু সুযোগ-সুবিধার সংকট রয়েছে। সে জন্য গুরুতর রোগীদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যেতে চাই।’
শনিবার রাত থেকে রোববার পর্যন্ত ১৪ জন রোগীকে ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিয়ে যাওয়া হয়েছে।
ডা. সামন্ত লাল সেন বলেন, ‘দগ্ধ রোগীদের জন্য সবচেয়ে ভয়ের কারণ হচ্ছে সংক্রমণ। সংক্রমণ হলে দগ্ধ রোগীদের কোনোভাবেই বাঁচানো সম্ভব না। সে জন্য অযথা কেউ ভিড় করে তাঁদের ঝুঁকির কারণ হবেন না।’
আরও পড়ুন:
আগুন নেভাতে এলো বিশেষ প্রশিক্ষত ‘হাজমত বাহিনী’র ২০ ফাইটার
সীতাকুণ্ড ট্র্যাজেডি–স্বজনদের অশ্রু-আহাজারিতে ভারী চমেকের পরিবেশ
মন্তব্য নেওয়া বন্ধ।