বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক প্যালেন স্পিকার ও জামায়াতের সংসদীয় দলের সাবেক হুইপ শাহজাহান চৌধুরী বলেছেন, সকল গোত্রের মানুষের ও ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে কাজ করছে জামায়াতে ইসলামী। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে রক্ষা ও সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য সবাই বলিষ্ঠ ভূমিকা পালন করার আহ্বান জানান।
শুক্রবার (৯ আগস্ট) বিকেলে নগরীর দেওয়ান বাজারস্থ নগর জামায়াতের কার্যালয়ে হিন্দু -বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে তিনি এসব বলেন।
উক্ত মতবিনিময় সভায় অন্যান্যের বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর নায়েবে আমীর ড. আ. জ. ম. ওবায়দুল্লাহ ও মুহাম্মদ নজরুল ইসলাম, নগর এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, নগর সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জান হেলালী, নগর কর্মপরিষদ সদস্য ডাক্তার মুহাম্মদ সিদ্দিকুর রহমান, এস.এম লুৎফর রহমান, বাংলাদেশ লয়ার্স কাউন্সিল চট্টগ্রাম মহানগরীরর সেক্রেটারি অ্যাডভোকেট শামসুল আলম, অ্যাডভোকেট আবুল মুজাফফর।
হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দের পক্ষ থেকে বক্তব্য রাখেন অ্যডভোকেট শিপন কুমার দে, অ্যাডভোকেট অঞ্জন প্রশাদ, আর কে দাশ, সাংবাদিক বিপ্লব দে পার্থ, ফ্রন্টের দক্ষিণ জেলার আহ্বায়ক উজ্জল বরণ বিশ্বাস, উত্তর জেলার আহ্বায়ক অ্যাডভোকেট জুয়েল চক্রবর্তী ও অধ্যাপক ঝন্টু কুমার বড়ুয়া প্রমুখ।
এসময় হিন্দু-বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দ বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে শান্তি শৃঙ্খলা ও সাম্প্রতিক সম্পৃতি রক্ষার জন্য সকলকে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।
মন্তব্য নেওয়া বন্ধ।