রাঙামাটির কাপ্তাইয়ের স্থানীয় এনজিও সংস্থা হিল ফ্লাওয়ারের আয়োজনে কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রাম (সিসিএইচপি) প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার (৩ জুলাই) সকালে উপজেলার ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
হিল ফ্লাউয়ার রাঙামাটির সম্মনয়কারী (এম এন্ড ই) মিলন চাকমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে।
প্রকল্পের সহকারী কর্মসূচি ব্যবস্থাপক জেনিফার অজন্তা তনচংগ্যার সঞ্চালনায় এতে আরও উপস্তিত ছিলেন, কাপ্তাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরঞ্জিত তনচংগ্যা, ভ্যায্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা, ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুন তালুকদারসহ অন্যান্যরা।
অবহিতকরণ সভায় হিল ফ্লাউয়ারের চলমান এবং ভবিষ্যতের সামগ্রিক কার্যক্রম সুন্দরভাবে পরিচালনার জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। এছাড়া স্থানীয় ৭ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার, ব্রাইন্ড স্টিক, হ্যান্ড ক্রাপ বিতরণ করা হয়।
মন্তব্য নেওয়া বন্ধ।