১০ বছরের সাজা এড়াতে ৩২ বছর আত্মগোপন, ধরলো র‌্যাব

ডাকাতি মামলার ১০ বছরের সাজা থেকে বাঁচতে ৩২ বছর পালিয়ে বেড়িয়েও রেহাই মিলেনি চট্টগ্রামের আনোয়ারার জাফর (৫৭) নামে এক ব্যক্তি। সোমবার গভীর রাতে নগরীর পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-০৭।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-০৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার।

গ্রেপ্তারকৃত আসামি আনোয়ারার রায়পুর ইউনিয়নের পরুয়াপাড়া এলাকার আবদু নবীর পুত্র। ১৯৯২ সালের একটি ডাকাতি মামলায় আদালত তাকে ১০ বছরের সাজা দিলে সে আত্মগোপনে চলে যায়।

র‌্যাব-০৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার বলেন, আসামির বিরুদ্ধে আনোয়ারা থানায় ১৯৯২ সালে একটি ডাকাতি মামলার ঘটনায় আদালত ১০ বছরের সাজা দেন। এরপর থেকে ৩২ বছর আত্মগোপন ছিলেন তিনি। গ্রেপ্তারের পর আসামিকে সংশ্লিষ্ট থঅনায় হস্তান্তর করা হয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল আহমেদ বলেন, আসামিকে র‌্যাব মঙ্গলবার দুপুরে আনোয়ারা থানায় হস্তান্তর করেছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।