১১ জুলাইকে জাতীয় নিরাপদ সড়ক দিবস করার দাবি জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
মঙ্গলবার (১১ জুলাই) চট্টগ্রামের মিরসরাই ট্র্যাজেডির এক যুগ উপলক্ষ্যে আয়োজিত এক শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ১১ জুলাইয়ের মর্মান্তিক এ ঘটনা পুরো দেশকে নাড়া দিয়েছিলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এখানে ছুটে এসেছিলেন নিহতদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে।
আওয়ামী লীগের জ্যেষ্ঠ এই নেতা ১১ জুলাই দিবসটিকে জাতীয় নিরাপদ সড়ক দিবস করার দাবি জানান। এছাড়া আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একটি ৫ তলা মডেল ভবন করার প্রতিশ্রুতি দেন এমপি।
এর আগে, এদিন স্মৃতির বেদি আবেগ ও অন্তিমে ফুল দিয়ে ৪৫ শিশু-কিশোরকে স্মরণ করে স্বজন-প্রতিবেশী, শিক্ষক রাজনৈতিক নেতা ও বিভিন্ন সামাজিক সংগঠন। সকাল ১১টার দিকে প্রথমে মিরসরাইয়ের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন স্মৃতির বেদিতে ফুল দেন। এ সময় তার সাথে ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এরপর উপজেলা পরিষদ, আবুতোরাব প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ, আবুতোরাব উচ্চ বিদ্যালয়, উপজেলা যুবলীগ, উপজেলা ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন।
আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি আবুল হোসেন বাবুল জানান, প্রতিবছর দিবসটি পালনের জন্য স্কুল কর্তৃপক্ষ এক দিনের কর্মসূচি গ্রহণ করে। এবারও তার ব্যর্তয় হয়নি।
প্রসঙ্গত, ২০১১ সালের ১১ জুলাই মিরসরাই স্টেডিয়াম থেকে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা শেষে ফেরার সময় শিক্ষার্থীদের বহনকারী একটি পিকআপ বড়তাকিয়া-আবুতোরাব সড়কের সৈদালী এলাকায় পাশের একটি ডোবায় উল্টে যায়। যেখানে ৪৪ জন স্কুল ছাত্র সহ ৪৫ জন নিহত হন। মিরসরাই ট্র্যাজিডিতে সবচেয়ে বেশী শিক্ষার্থী নিহত হওয়া আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের মূল ফটকে নির্মাণ করা হয় স্মৃতিস্তম্ভ ‘আবেগ’ আর দুর্ঘটনাস্থলে নির্মাণ করা হয় স্মৃতিস্তম্ভ ‘অন্তিম’।
মন্তব্য নেওয়া বন্ধ।