১৪ টাকা কমিয়ে সয়াবিনের দাম ১৭৮ টাকা নির্ধারণ

ভোক্তা পর্যায়ে প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৪ টাকা কমিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। বর্তমানে ১৯২ টাকা দামে বিক্রি হওয়া সয়াবিন নতুন দাম অনুযায়ী ১৭৮ টাকা দরে বিক্রি হবে।

মঙ্গলবার (৪ অক্টোবর) থেকে নতুন দর কার্যকর হবে বলে সোমবার সংগঠনটির নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম মোল্লার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সয়াবিন তেলের দাম কমলেও পাম ওয়েলের দাম অপরিবর্তিত থাকবে। নতুন দাম অনুযায়ী, প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম হবে ১৫৮ টাকা। আর ৫ লিটারের এক বোতল তেল পাওয়া যাবে ৮৮০ টাকায়। সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার খোলা সয়াবিন তেলের নতুন দাম হবে ১৫৮ টাকা। বর্তমানে বাজারে খোলা সয়াবিন প্রতি লিটার ১৭৫ টাকায় বিক্রি হচ্ছে।

মন্তব্য নেওয়া বন্ধ।