শুক্রবার বিকেল থেকে শনিবার সকাল পর্যন্ত চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের (কেজিডিসিএল) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে লালখান বাজার, কাজির দেউড়ি, আসকার দিঘীর পাড়, এনায়েত বাজার, রিয়াজুদ্দিন বাজার, ওয়াসা, চট্টেশ্বরী, দামপাড়া পুলিশ লাইন ও তার আশপাশের এলাকায় শুক্রবার বিকেল ৪টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত।
এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের অ্যালাইনমেন্টের মধ্যে টাইগারপাস এলাকার দুটি ভাল্ভ সংস্কার কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে কেজিডিসিএল জরুরী কোনো প্রয়োজনে ০১৭৩০-৭২৮৪৪৪ এবং ০২-৩৩৪৪৫২৭৯৬ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করেছে।
মন্তব্য নেওয়া বন্ধ।