২২ জন যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে সন্দ্বীপগামী যাত্রবাহী স্পিডবোট কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে আনিকা (১৪) নামের এক কিশোরী মারা গেছেন। দুপুর ১২টা নাগাদ নিহত আনিকার পরিবারের আদিফা, আলিভা ও সৈকত নামের তিন সদস্য নিখোঁজ বলে জানা গেছে।
বুধবার (২০ এপ্রিল) সকালে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
গুপ্তছড়া ঘাটের ইজারাদার মো. আনোয়ার হোসেন জানান, চট্টগ্রাম থেকে সন্দ্বীপ যাওয়ার পথে ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী স্পিডবোটটি ডুবে যায়। বোটে ২০ জন যাত্রী ছিল। তাদের মধ্যে ১৯ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের মাঝে আনিকা নামের এক কিশোরী মারা গেছে। এছাড়া আরও এক শিশু নিখোঁজ রয়েছে।
খারাপ আবহাওয়ার দোহাই দিয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কিংবা অন্য কোনো উদ্ধারকারী কর্তৃপক্ষ ঘটনাস্থলে দুপুর ১২টা নাগাদ পৌঁছায়নি।
মন্তব্য নেওয়া বন্ধ।