২৩ সালে ২৩ লাখ—আনোয়ারায় শুরু বৃক্ষরোপণ কর্মসূচি

চলতি বছর চট্টগ্রামে ২৩ লাখ বৃক্ষরোপণের সিদ্ধান্ত নিয়ে জেলা প্রশাসন। তারই অংশ হিসেবে আনোয়ারায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। এ সময় তিনি আনোয়ারা উপজেলার ১ লাখ দশ হাজার বিভিন্ন জাতের গাছ রোপণ করা হবে বলে জানান।

বৃহস্পতিবার (১৫ জুন) বিকেলে উপজেলার চাতরী ইউনিয়নের রাজছিলা ফকির মাজার এলাকায় এই কর্মসূচি শুরু হয়।
জানা গেছে, আসন্ন বর্ষা মৌসুমে জেলার ১৫টি উপজেলা এবং নগরীর ৬টি রাজস্ব সার্কেলে মোট ২৩ লাখ ৭৯ হাজার বনজ, ফলদ, ভেষজ ও নান্দনিক গাছ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলা প্রশাসনের এ বৃক্ষরোপণ কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘২৩ সালে ২৩ লাখ’।

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, গাছের নামে চট্টগ্রামের যেসব স্থান রয়েছে, যেমন আমবাগান, কদমতলী, বটতলী, নিমতলা, তেঁতুলতল–সেসব স্থানের নাম অনুযায়ী গাছ লাগানো হবে। এতে নামের সার্থকতা ফিরে আসবে এসব স্থানে।

খাস জায়গা, আশ্রয়ণ প্রকল্প, নদীর পাড়, সড়কের পাশ, শিক্ষাপ্রতিষ্ঠান, খেলার মাঠের চারপাশে, পতিত জমি, বসতবাড়ি ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে বৃক্ষরোপণের স্থান নির্ধারণ করা হয়েছে।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমনের সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, জেলা প্রশাসকের সহধর্মীনি তানজিয়া রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মুমিন, কৃষি কর্মকর্তা রমজান আলী, স্থানীয় চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল।

মন্তব্য নেওয়া বন্ধ।