চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন নাছির উদ্দিন চৌধুরী। রোববার (১১ আগস্ট) সন্ধ্যা ৭টায় তিনি কারামুক্ত হন। ১৯৯৮ সালের এপ্রিলে চট্টগ্রাম কলেজের শেরে বাংলা ছাত্রাবাস সংলগ্ন একটি পরিত্যাক্ত ভবন থেকে তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তিনি হাটহাজারীর মন্দাকিনী এলাকার এলাহী বক্সের ছেলে। তার বাড়ি হাটহাজরী হলেও তিনি ফটিকছড়ি নাছির, শিবির নাছির হিসেবে পরিচিত।
সন্ত্রাসী হিসেবে র্যাব-পুলিশের তালিকাভুক্ত নাছির সিটি কলেজ ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিলেন। তার পরিবারের সদস্য আফাজ উদ্দিন ও তার বোনকে ধর্ষণের পর ছাত্রলীগ নেতাকর্মীরা হত্যা করলে তিনি বিদেশে পাড়ি জমান। পরে দেশে ফিরে বন্ধুদের নিয়ে আফাজ ও তার বোনের হত্যার প্রতিশোধ নিতে তিনি দল বদলে শিবিরে যুক্ত হন। সেই থেকে তাকে শিবির নাছির হিসেবে সবাই চিনে।
নাছিরের বিরুদ্ধে জোড়া খুন, চাঁদাবাজি, অপহরণ ও অস্ত্র আইনের মামলা ছিল ৩৬টি । আওয়ামী লীগের ১৫ বছর শাসনামলে একে একে খালাস পান ৩১টি মামলায়। দুটিতে সাজা হলেও আগে কারাভোগে শেষ হয়ে যায়। আছে আর তিনটি মামলা। এর মধ্যে দুটি মামলায় আগে থেকে জামিনে ছিলেন। সর্বশেষ মামলা ১১ আগস্ট জামিন পেয়ে সন্ধ্যা ৭টার দিকে তিনি কারাগার থেকে বের হয়ে আসেন।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মুহাম্মদ মঞ্জুর হোসেন গণমাধ্যমকে বলেন, সর্বশেষ মামলায় জামিননামা আদালত থেকে আসার পর যাচাই-বাছাই করা হয়। পরে বন্দী নাছিরকে মুক্তি দেওয়া হয়।
নাছিরের আইনজীবী অ্যাডভোকেট মনজুর আহমেদ আনসারী বলেন, রাজনৈতিকভাবে হয়রানি করতে নাছিরকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। তাই ৩৬টি মামলার ৩১টিতে তিনি খালাস পেয়েছেন।
নাছির ১৯৯৮ সালের ৯ এপ্রিল থেকে কারাগারে ছিলেন। দীর্ঘ ২৬ বছর পর তিনি কারাগার থেকে মুক্তি পান। বর্তমানে ফটিকছড়ির তিনটি হত্যা মামলা বিচারাধীন।
আদালত সূত্র জানায়, সর্বশেষ ২০১৭ সালের ৪ অক্টোবর নাছিরের বিরুদ্ধে চট্টগ্রাম কলেজ ছাত্রাবাসে পুলিশের ওপর হামলার মামলায় রায় হয়। এতে তাঁর পাঁচ বছরের সাজা হয়েছিল। এর আগে ২০০৮ সালে অস্ত্র মামলায় ১০ বছরের সাজা হয়।
চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক জমির উদ্দিন হত্যা মামলায় ২০১৫ সালের ২৪ মার্চ খালাস পান নাছির। ১৯৯৪ সালের ২০ নভেম্বর জমিরকে গুলি করে হত্যা করা হয়।
নাজিরহাট কলেজের অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরি ও হাটহাজারীর তিন খুনের মামলায় খালাস পান নাছির। ২০০১ সালের ১৬ নভেম্বর সকালে চট্টগ্রামের জামাল খান রোডে অধ্যক্ষ মুহুরির বাসায় ঢুকে অস্ত্রধারী দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে। আর কারাগারা থাকা নাছিরকে আসামি করা মুহুরী হত্যামামলায়। এভাবে ৩১টি মামলায় খালাস পান নাছির।
মন্তব্য নেওয়া বন্ধ।