দীর্ঘ ২৯ বছর পর চট্টগ্রামের রাউজানের ইকবাল হত্যা মামলার পলাতক আসামি আবু বক্করকে (৪৮) গ্রেপ্তার করেছে র্যাব-৭। আবু বক্কর রাউজানের গরীব উল্লাহ পাড়ার মৃত মাহবুব আলমের ছেলে।
সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার। তিনি বলেন, ১৯৯৪ সালে ইকবালকে হত্যা করা হয়। এর পর থেকে আবু বক্কর পলাতক ছিলেন। রোববার (৩ সেপ্টেম্বর) রাত সোয়া নয়টার দিকে গোয়েন্দা সংবাদের ভিত্তিতে রাউজান থানার গরীব উল্লাহ পাড়া এলাকা থেকে আবু বক্করকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার তাপস কর্মকার।
মন্তব্য নেওয়া বন্ধ।