ঘূর্ণিঝড় মিধিলের প্রভাবে টানা বৃষ্টিপাতে স্থবির হয়ে পড়েছে রাঙামাটির লংগদুর জনজীবন। বৃহস্পতিবার থেকে শুক্রবার (১৭ নভেম্বর) ২ দিনব্যাপী উপজেলাবাসী সূর্যের মুখ দেখেননি। মাঝে মাঝে পড়েছে গুঁড়ি গুঁড়ি ও বড় ফোটায় ফোটায় বৃষ্টি। কালো আবছা আলোয় ঢাকা ছিল গোটা এলাকা।
লংগদু উপজেলা সদরসহ ৭টি ইউনিয়নে খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার কোথায়ও সূর্যের দেখা মেলেনি। স্কুল, কলেজ, মাদ্রাসামুখী শিক্ষার্থী ও দৈনন্দিন অফিসগামী লোকজন ভোগান্তিতে পড়েছেন।
দুপুরের পর থেকে আলো স্বল্পতার কারণে কিছু যানবাহন এবং মালামাল বহনকারী অটো, মাহিন্দ্রা ও ছোট ছোট পিকাপ গুলো হেডলাইট জ্বালিয়ে সড়কে চলতে দেখা গেছে।
উপজেলা সদরসহ ৭টি ইউনিয়ন তথা আটারকছড়া, কালাপাকুজ্জ্যা, গুলশাখালী, বগাচতর, ভাসান্যাদম, মাইনীমূখ ও লংগদু সদর এলাকার খবর নিয়ে জানা যায়, সেখানেও প্রয়োজনের বাইরে কেউ ঘর থেকে বের হয়নি।
উপজেলার সকল হাটবাজারগুলোতে আবহাওয়াজনিত কারণে অন্যদিনের তুলনায় ক্রেতার উপস্থিতি খুবই কম নজরে পড়ে। প্রতিদিনের তুলনায় বিক্রেতার সংখ্যাও কম ছিলো।
শুক্রবার দুপুরে আবহাওয়া অফিস জানায়, গভীর নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়া অব্যাহত রয়েছে।
মন্তব্য নেওয়া বন্ধ।