রাষ্ট্র মেরামতের লক্ষ্যে কেন্দ্রীয় ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে আলোচনা সভা করেছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার (১ নভেম্বর) রাতে উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয়ে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফরিদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দেশনেত্রী খালেদা জিয়া মুক্তি মঞ্চের কেন্দ্রীয় সদস্য সচিব ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাধা সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট এম. লোকমান শাহ্, প্রধান বক্তা ছিলেন বৈরাগ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, বিশেষ অতিথি দক্ষিণ জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল হায়দার চৌধুরী, আনোয়ারা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ শাহজাহান, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন চৌধুরী।
আনোয়ারা উপজেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি সাইফুল ইসলাম শাবলু ও উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মফিজ উদ্দিনের যৌথ সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন যুবদল নেতা আজিম উদ্দিন, দেলোয়ার হোসেন, মো. মহিউদ্দিন, কাজী সেলিম, আবদুল শুক্কুর, সাগরসহ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।
বিশেষ অতিথি দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল হায়দার চৌধুরী বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সাধারণ মানুষের স্বাধীনতা কেড়ে নিয়েছিল। তাদের পতনের মধ্যদিয়ে সাধারণ মানুষ বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। এই স্বাধীনতা ধরে রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার পাশাপাশি চাঁদাবাজি, লুটপাট বা কাউকে যেন হয়রানি না করা হয় সেদিকে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। বিএনপি হচ্ছে জনগণের দল, জনগণই আমাদের শক্তি।
প্রধান অতিথি খালেদা জিয়া মুক্তি মঞ্চের কেন্দ্রীয় সদস্য সচিব ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট এম. লোকমান শাহ্ বলেন, ফ্যাসিবাদী আওয়ামী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের গণতন্ত্র, অর্থনীতি, মানবাধিকার ও বাক-স্বাধীনতাসহ মানুষের মৌলিক অধিকার হরণ করেছিল। যারা ন্যায্য অধিকার চেয়েছিল তাদের উপরই হামলা-মামলা দেয়া হয়েছে। এমনকি গুম খুনও করা হয়েছে। দেশের সব ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে। দেশ নতুন করে স্বাধীনতার স্বাদ পেয়েছে।
তিনি আরও বলেন, সকল ষড়যন্ত্র মোকাবিলা করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় অবিলম্বে নির্বাচন দিয়ে স্বনির্ভর বাংলাদেশ করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং আগামী নির্বাচনে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য সবাইকে একসাথে কাজ করে যেতে হবে।
মন্তব্য নেওয়া বন্ধ।