৩ সপ্তাহ পর করোনায় মৃত্যু দেখলো চট্টগ্রাম, শনাক্ত ৫৩

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৫৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এদিন এক হাজার ৭৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। সে হিসাবে দৈনিক শনাক্তের হার ৩ দশমিক ৩৫ শতাংশ। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও একজন মারা গেলেন।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, নতুন করে আক্রান্তদের মধ্যে ৪৮ জন নগরের এবং ৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

আক্রান্তদের ৪৮ জন নগরের বাসিন্দা। অপর পাঁচজনের দুইজন মিরসরাই ও দুইজন আনোয়ারা এবং একজন রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা। এর মধ্য দিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ দুই হাজার ৮২২ জনে।

এর আগে নতুন বছরের প্রথম দিন গত শনিবার (১ জানুয়ারি) চট্টগ্রামে করোনায় শনাক্ত হন ৯ জনের। এরপর রোববার ১৬ জন, সোমবার ২৩ জন, মঙ্গলবার ৩৫ জন এবং সবশেষ গতকাল বুধবার চট্টগ্রামে ৫৩ জনের করোনা শনাক্ত হয়।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়েছিল।

জেলায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে এক হাজার ৩৩২ জনের। এর মধ্যে ৭২৩ জন নগরের, বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬১০ জনের।

মন্তব্য নেওয়া বন্ধ।