৪ মামলার আসামি ইয়াকুব অস্ত্রসহ র‌্যাবের হাতে আটক

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পূর্বকোদলা থেকে মোহাম্মদ ইয়াকুব (৫০) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব। এ সময় তার কাছ থেকে ২টি ওয়ান শুটারগান, ২ রাউন্ড কার্তুজ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে দাবী র‌্যাবের।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টায় তাকে আটক করা হয়। আটক ইয়াকুব পূর্ব কোদলার মীর আহাম্মদ প্রকাশ বদন হাজীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায়রা রাঙ্গুনিয়ার পূর্ব কোদলা থেকে শীর্ষ সন্ত্রাসী ইয়াকুবকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড কার্তুজ এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

ইয়াকুবের বিরুদ্ধে খুন, নারী ও শিশু নির্যাতন, মারামারিসহ চারটি মামলা রয়েছে। তাকে রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত মাহবুব মিলকি জানান, র‌্যাবের হাতে আটক ইয়াকুবকে আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।