৫১ মেরিন ক্যাডেটকে সংবর্ধনা দিলো নিউ এরা ডিফেন্স একাডেমি

দেশের ৬টি মেরিন একাডেমিতে এবার নিউ এরা ডিফেন্স একাডেমি থেকে চট্টগ্রামসহ সারাদেশের ৫১ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন। ৫১ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে নিউ এরা ডিফেন্স একাডেমি।
শনিবার (১৭ ডিসেম্বর) রাত ৮টায় নগরের প্রবর্তক মোড়ের এক রেস্টুরেন্টে জমকালো আয়োজন করে নিউ এরা ডিফেন্স একাডেমি।

বাংলাদেশ মেরিন ফিশারিজ একাডেমিতে (চট্টগ্রাম) সুযোগ পাওয়া শিক্ষার্থী আব্দুল্লাহ আল সালমান অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করার পরপরই একটি উজ্জ্বল, সম্মানিত এবং অল্প সময়ে প্রতিষ্ঠিত হওয়ার জন্য মেরিন ক্যারিয়ারের পেছনে ছুটতে শুরু করি। নিউ এরা ডিফেন্স একাডেমিতে আমার পথ খুঁজে পেতে সহায়তা করেছে।

বাংলাদেশ মেরিন একাডেমিতে (পাবনা) ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থী মো. সাফকাতুর রহমান তার বলেন, সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমি বাংলাদেশ মেরিন একাডেমি পাবনায় চান্স পেয়েছি। আমার এই সাফল্যের জন্য সর্বপ্রথম আমি আমার পিতা-মাতার কাছে কৃতজ্ঞ। দ্বিতীয়ত, আমার এই পথ চলায় পাশে থাকার জন্য নিউ এরা ডিফেন্স একাডেমিকে ধন্যবাদ জানাই।

অনুষ্ঠানে নিউ এরা ডিফেন্স একাডেমির ব্যবস্থাপনা পরিচালক লেফটেন্যান্ট (অব.) দেবায়ন চক্রবর্তী বলেন, বাংলাদেশ সেনাবাহিনী, নৌ বাহিনী, বিমানবাহিনী এবং বাংলাদেশ মেরিনে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রশিক্ষণ, সঠিক গাইড লাইন এবং প্রয়োজানীয় পরামর্শ দেওয়াই নিউ এরা ডিফেন্স একাডেমির মূল লক্ষ্য। সাত শতাধিক শিক্ষার্থী আমাদের গাইডলাইন নিয়ে নিজেদের কাঙ্খিত স্বপ্ন পূরণ করে সফল হয়েছে।

মেরিন ক্যাডেট এমআরএ সোয়েবের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে নিউ এরা ডিফেন্স একাডেমির শিক্ষক, সাবেক কৃতি শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য নেওয়া বন্ধ।