৫ কোটি টাকা পরিশোধে পাসপোর্ট মুক্ত করলো মোস্তফা গ্রুপের ঋণ খেলাপিরা

সাউথ ইস্ট ব্যাংকের ৫ কোটি টাকা পরিশোধ করায় চট্টগ্রাম ভিত্তিক শিল্পগ্রুপ মোস্তফা গ্রুপের চেয়ারম্যান হেফাজতুর রহমান, তার ছয় ভাই এবং হেফাজতুর রহমান ও কামাল উদ্দিনের দুই ছেলে বিদেশ গমনে নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন আদালত। আদালতের অভিমত হলো- ঋণ খেলাপিরা ঋণ পরিশোধে এগিলে এলে তাদেরকে আইনী সকল সুযোগ সুবিধা প্রদান করবে আদালত।

বুধবার (৫ এপ্রিল) চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমানের আদালত তাদের পাসপোর্ট অবমুক্তের আদেশ দেন বলে চট্টগ্রাম খবরকে নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম। তিনি বলেন, সাউথ ইস্ট ব্যাংকের ৫ কোটি টাকা পরিশোধ করেছেন মোস্তফ গ্রুপের পরিচালকগণ। তাদের আবেদনের প্রেক্ষিতে আদালত বিদেশ গমনে নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন।

তিনি আরও বলেন, ঋণ খেলাপিরা ঋণ পরিশোধে এগিলে এলে তাদেরকে আইনী সকল সুযোগ সুবিধা প্রদান করবে আদালত অভিমত ব্যক্ত করেছেন।

ঋণ খেলাপি হেফাজতুর রহমানের অপর ভাইয়েরা হলেন, মোস্তফা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জহির উদ্দীন, পরিচালক কামাল উদ্দিন, জসিম উদ্দিন, কফিল উদ্দিন, শফিক উদ্দিন, রফিক উদ্দিন। এরা সবাই স্বনামধন্য শিল্পপতি, দানবীর মরহুম মোস্তাফিজুর রহমানে সন্তান।
আদালত একই আদেশে হেফাজতুর রহমানের ছেলে রাকিবুর রহমান এবং কামাল উদ্দিনের ছেলে তাইসির রহমানের বিদেশ গমনেও নিষেধা তুলে নিয়েছেন। তাইসির রহমান মোস্তাফ ওয়েল প্রোডাক্ট লিমিটেডের চেয়ারম্যান।

মোস্তফা গ্রুপ ও তাদের অঙ্গ প্রতিষ্ঠানের কাছে বিভিন্ন ব্যাংকের প্রায় ৫০০ কোটি টাকার ঋণ রয়েছে আদালত সূত্রে জানা গেছে। সাউথ ইস্ট ব্যাংক পাবে ১১৩ কোটি টাকা।

মন্তব্য নেওয়া বন্ধ।