জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন কাপ্তাই শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) সকালে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপকের কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলের মাধ্যমে শুরু হওয়া কর্মসূচিতে শতাধিক শ্রমিক-কর্মচারী অংশ নেন। পরে তারা ব্যবস্থাপকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে সমাবেশে মিলিত হন।
সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়নের কাপ্তাই শাখার সভাপতি মো. বেলাল হোসেন। সঞ্চালনায় ছিলেন যুগ্ম সম্পাদক কাজী আব্দুল হান্নান। বক্তব্য দেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোর্শেদ আলম, সহ-সভাপতি কবিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক মাহাবুব রহমান, আবদুর রহিম, যুব কমিটির সিনিয়র সহ-সভাপতি দিদার হোসেন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আলম ও যুব বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম।
বক্তারা ঈদুল আজহার পূর্বে এপিএ বোনাস ও অপেক্ষমাণ ওটি বিল পরিশোধ, পূর্বের নিয়মে ছুটি নগদায়ন চালু, দুর্নীতিবাজ কর্মকর্তাদের শাস্তি, বিদ্যুৎ ভবনে সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার এবং হয়রানিমূলক বদলি বন্ধসহ মোট ৫ দফা দাবির বিষয়ে জোর দেন।
এছাড়া শূন্য পদে নিয়োগ, পোষ্য ও অস্থায়ী শ্রমিকদের স্থায়ীকরণের দাবিও তারা তোলেন। বক্তারা দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান।
মন্তব্য নেওয়া বন্ধ।