৫ হাজার লিটার চোরাই অকটেনসহ আটক ২

চট্টগ্রামের কর্ণফুলীতে ৫ হাজার লিটার চোরাই অকটেনসহ দুইজনকে গ্রেপ্তার আটক করেছে র‍্যাব। রোববার (৪ জুন) সন্ধ্যায় শিকলবাহার ইউনিয়নের আজিজ মার্কেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, চরপাথরঘাটা ইউনিয়নের খুইল্যামিয়া বাড়ির মৃত ইয়াছিন আহম্মদের ছেলে মো. কোরবান আলী (৪৮) ও পটিয়া উপজেলার মুন্সি হাটের আবদুল মতিনের ছেলে মো. এমদাদ হোসেন হৃদয় (২০)।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, কর্ণফুলী থেকে অবৈধভাবে ক্রয়-বিক্রয়ের উদ্দেশে অকটেন তেল মজুদ করার সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের তথ্য মতে ড্রামে রাখা ৪ হাজার ৯৫৫ লিটার অকটেন উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে চোরাই তেল অবৈধভাবে সংগ্রহ করে পরে অপেক্ষাকৃত কম মূল্যে পাইকারি ও খুচরা বিক্রি করতেন। উদ্ধারকৃত তেলের আনুমানিক বাজার মূল্য ৬ লাখ ৪৪ হাজার টাকা।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। সোমবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এরআগে গত ২৮ মে ভোরে কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে ডায়মন্ড সিমেন্ট ঘাট থেকে ১ হাজার ২০০ লিটার চোরাই ভোজ্য তেল জব্দ করেছে নৌ পুলিশ। এ সময় চোরা কারবারে ব্যবহৃত দুটি লাইটারেজ জাহাজসহ জড়িত চার ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন মো. রায়হান, বুলবুল আহম্মদ, আবদুল হক ও ওহিদুর নবী। এ ঘটনায় এস আলম গ্রুপ কর্তৃপক্ষ আটক চারজনসহ ৯ জনকে আসামি করে কর্ণফুলী থানায় মামলা করে।

মন্তব্য নেওয়া বন্ধ।