চট্টগ্রাম নগরীর পতেঙ্গা কাঠগড়-লালদীঘি রুটে চলা ৬ নম্বর বাসের ধাক্কায় শোভা আক্তার শিফা (১৮) নামের এক পোশাক কর্মী মারা গেছেন। নিহত শোভা হবিগঞ্জ জেলার আজমেরিগঞ্জ থানার শিবপাশা ৭ নম্বর ওয়ার্ডের বয়াত আলীর মেয়ে।
শুক্রবার (১৭ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় শোভা আক্তারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি চট্টগ্রাম খবরকে নিশ্চিত করেন পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) ছাদেকুর রহমান। তিনি বলেন, ইপিজেড় থানা এলাকার চৌধুরী মার্কেটের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী ৬ নম্বর বাস পিছন থেকে থাকা দিলে তিনি আহত হন। স্থানীয়রা উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য নেওয়া বন্ধ।