৬ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

নোংরা পরিবেশে খাদ্য তৈরী ও মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে নগরীর আগ্রাবাদে ৬টি প্রতিষ্ঠানকে ৪৯ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২৩ ফেব্রুয়ারী) নগরীর পানওয়ালা পাড়া ও বেপারী পাড়া কাঁচা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অপরিষ্কার, অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে খাদ্য তৈরীর অপরাধে ফুড ম্যাক্স বেকারীকে এবং মদিনা বেকারী এন্ড কনফেকশনারীকে পৃথকভাবে ২০ হাজার টাকা, অর্পিতা ফার্মেসীকে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে ৩ হাজার টাকা, মাংসের দোকানকে মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে ও ক্ষতিকর জেলী যুক্ত চিংড়ী বিক্রয়ের দায়ে যথাক্রমে ২ হাজার টাকা করে জরিমানা করা হয় ।

অভিযান পরিচালনা করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক নাসরিন আক্তার, সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: দিদার হোসেন।

এসময় এপিবিএন সদস্যরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে সহযোগিতা করেন।

মন্তব্য নেওয়া বন্ধ।