চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানার পূর্ব ফিরোজশাহ এলাকার মৃত এমবি তৌহিদের ছেলে জিয়া তৌহিদ। ২০১৩ সালের ৯ সেপ্টেম্বর নোয়াখালী সুধারাম (সদর) থানা পুলিশের হাতে আটক হন ইয়াবা নিয়ে। ওই মামলায় ২০১৫ সালে নোয়াখালী আদালতে তাকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড আদেশ দেন।
আদালতে মামলা চলাকালে জামিনে এসে উধাও হয়ে যান জিয়া তৌহিদ। নিরুদ্দেশ জিয়া তৌহিদের অনুপস্থিতিতেই আদালত রায় ঘোষণা করেন। রায়ে তার কারাদণ্ডের পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানার এবং অনাদায়ে আরও একমাস কারাদণ্ডাদেশ দেওয়া হয়। জামিনে এসে আত্মগোপনে যাওয়ার প্রায় ৮ বছর তাকে নগরীর আকবরশাহ থানা পুলিশ আটক করেছে।
বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দিন আকবর বলেন, জিয়া তৌহিদ মাদক মামলায় জামিনে এসে আত্মগোপনে ছিল। আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গতরাতে (বুধবার) গ্রেপ্তার করেছি। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এক প্রশ্নের জবাবে ওসি ওয়ালী উদ্দিন আকবর জানান, জিয়া তৌহিদ রাজধানী ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিতে নিয়োজিত ছিলেন।