আনোয়ারায় দুই হাজার পিস ইয়াবাসহ সাদ্দাম হোসেন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামী কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার দক্ষিণ ইলিয়েটগঞ্জ তামুতা এলাকার মৃত অদুদুল ইসলামের পুত্র।
শুক্রবার (১৭ জুন) আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম দিদারুল ইসলাম সিকদার বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম খবরকে বলেন, গাড়ির সিটের ভেতর অভিনব কৌশলে নিয়ে আসা দুই হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৬ লাখ টাকা।
তিনি আরও বলেন, ইয়াবাগুলো কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরে নিয়ে যাওয়ার সময় পিএবি সড়কের কালাবিবি দীঘির মোড় এলাকায় আসার পর চেক পোস্টে ধরা পড়ে। এসময় ইয়াবা সরবরাহকারী গাড়িটি জব্দ করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিকে শুক্রবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।
মন্তব্য নেওয়া বন্ধ।