৭ দিনের ‘পোর্ট ডেমারেজ চার্জ’ মওকুফ করেছে সরকার

১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত চট্টগ্রাম বন্দরে আসা যেকোনো চালানের জন্য সরকার সাতদিনের পোর্ট ডেমারেজ চার্জ মওকুফ করেছে। তবে যারা ১৪ আগস্টের মধ্যে বন্দর থেকে তাদের পণ্য নিতে ব্যর্থ হবেন, তাদের জন্য এ সুবিধা প্রযোজ্য হবে না।
সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিজিএমইএ সভাপতি এসএম মান্নান কচি বলেছেন, ‘ডেমারেজ চার্জ মওকুফ করায় আমরা সরকারের কাছে কৃতজ্ঞ।’

মঙ্গলবার (৩০ জুলাই) এ বিষয়ে নৌপরিবহন মন্ত্রণালয় গেজেট বিজ্ঞপ্তি জারি করেছে। ডেমারেজ চার্জ মওকুফ চেয়ে ব্যবসায়ী নেতারা নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে দেখা করার দুদিন পর এ বিজ্ঞপ্তি দেওয়া হলো।

উল্লেখ্য, বন্দরের ডেমারেজ হলো সম্মত সময়ের মধ্যে আমদানিকৃত পণ্য বহনকারী কনটেইনার খালাস করতে ব্যর্থ হলে প্রদেয় মাশুল। একটি কনটেইনার কোনো বন্দরে পৌঁছানোর পর ছয়দিনের মধ্যে সেটি ডেলিভারি নিতে না পারলে এ মাশুল আরোপ করা হয়।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে চলমান অস্থিরতার মধ্যে দেশের প্রধান বাণিজ্য প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দর থেকে ব্যবসায়ীরা তাদের পণ্য খালাস করতে পারছিলেন না। বিঘ্নিত ইন্টারনেট সেবা ও চলমান কারফিউ সময়মতো পণ্য খালাসের ক্ষেত্রে বন্দর কর্তৃপক্ষ এবং ব্যবসায়ীদের ওপর চাপ সৃষ্টি করেছে। এমন পরিস্থিতিতে ব্যবসায়ী নেতারা নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে দেখা করে ডেমারেজ চার্জ মওকুফের আবেদন করেন।

মন্তব্য নেওয়া বন্ধ।