৭ বছর পর হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার

চট্টগ্রামের রাউজানে যুবলীগ কর্মী শহীদুল আলম (৩৫) হত্যা মামলার অন্যতম প্রধান আসামী মোঃ ইউসুফকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (২৭ জুন) বিষয়টি চট্টগ্রাম খবরকে নিশ্চিত করে র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে রোববার সন্ধ্যা তাকে গ্রেফতার করা হয়।

মোঃ ইউসুফ রাউজান থানার পশ্চিম রাউজান এলাকার মৃত বজল আহম্মদ সওদাগরের পুত্র।

এর আগে গত ১১ জানুয়ারি উক্ত মামলার পলাতক ১নং ও মাস্টার মাইন্ড আসামী আজিজ উদ্দিন ইমুকে (৪৪) আটক করে র‌্যাব।

র‌্যাব জানায়, ২০১৫ সালে চট্টগ্রাম জেলার রাউজান থানা এলাকার রাউজান-রাঙ্গামাটি সড়কের চারাবটতল এলাকায় যুবলীগ কর্মী শহিদুল আলমকে (৩৫) কতিপয় মুখোশ পরা দুস্কৃতিকারী সিনেমা স্টাইলে মাইক্রোবাস থেকে নেমে গুলি করে হত্যা করে। পরে এ ঘটনায় ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি রাউজান থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

হত্যাকান্ডের পর মামলার ১নং আসামী র্শীষ সন্ত্রাসী আজিজ উদ্দিনসহ এ ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীরা বিদেশে চলে যায়। কিছুদিন পর তারা ক্রমান্বয়ে দেশে ফিরে এসে পূর্বের ন্যায় এলাকায় চুরি, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি এবং সন্ত্রাসী কার্যক্রমসহ বিভিন্ন অপকর্ম করে ত্রাস সৃষ্টি করে আসছিল বলে জানায় র‌্যাব-৭ চট্টগ্রাম।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য র‌্যাব সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।

মন্তব্য নেওয়া বন্ধ।