৭ মামলার গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে ছদ্মবেশে ১৯ বছর, ধরলো র‌্যাব

প্রতারণা ও অর্থআত্মসাতসহ ৭ মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মোঃ জাফর আহাম্মদ (৬১) নামের ১৯ বছরের পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার (৩১ মার্চ) রাত পৌনে নয়টার দিকে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত মো. জাফর আহম্মদ খাগড়গাছড়ি জেলার দীঘিনালা থানার হাজী মফজ্জল আহাম্মদের ছেলে।

শনিবার (১ এপ্রিল) র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার চট্টগ্রাম খবরকে বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রতারণা করে অর্থ আত্মসাৎসহ বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত মো. জাফর আহম্মদ গ্রেপ্তার এড়াতে দীর্ঘ ১৯ বছর চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় বিভিন্ন পরিচয়ে আত্মগোপন করে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও এলাকায় জানতে পেরে অভিযান চালিযে তাকে গ্রেপ্তার করেছি।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি নিজেকে বর্ণিত মামলাসমূহের ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী বলে স্বীকার করে। গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে থাকার বিষয়টিও স্বীকার করে সে।

গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

মন্তব্য নেওয়া বন্ধ।