৭ মাসে কর্ণফুলীতে গ্রেপ্তার সাড়ে ৩’শ অপরাধী, প্রশংসায় ভাসছেন ওসি

চট্টগ্রামের কর্ণফুলীতে ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টেসহ গত ৭ মাসে বিভিন্ন অপরাধের ৭৬টি মামলায় সাড়ে ৩’শত জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ছাত্র-জনতার আন্দোলনে হামলা মামলা ও বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্টে’ গ্রেপ্তার হয়েছে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ ২৫৩ জন আর একই সময়ে এই বিশেষ অভিযানের বাইরে বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়েছে ৯৭জন। এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪২ হাজার ৭৪৮ পিস ইয়াবা, ৬৫৭ লিটার চোলাইমদ, ৫ কেজি ২৭৩ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে দৈনিক চট্টগ্রাম খবরকে বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফ। তিনি বলেন, ‘গত সাত মাসে আমরা সাড়ে তিনশত অপরাধীকে আইনের আওতায় এনেছি। আমরা চেষ্টা করেছি প্রতিদিন যেসব এলাকায় অপরাধীদের বিচরণ রয়েছে সেখানে অভিযান পরিচালনা করতে। আমাদের অভিযান চলমান রয়েছে।’

ওসি মোহাম্মদ শরীফ বলেন, গ্রেপ্তারে প্রাধান্য দেওয়া হয় ছাত্র–জনতার আন্দোলনে হামলাকারী, আন্দোলন দমনে আওয়ামী লীগ ও এর অন্যান্য সংগঠনের যাঁরা সক্রিয় ভূমিকা পালন করেছেন কিংবা হামলাকারীদের সংগঠিত করেছেন, তাঁদেরও গ্রেপ্তার করা হয়। সিএমপি এলাকায় সবচেয়ে বেশি মিছিলে নেতৃত্বদানকারী ছাত্রলীগের নেতা হানিফ, আওয়ামী লীগের অনলাইন অ্যাক্টিভিটিস দিদারুল আলম দিদারসহ ১৪জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। ইতিমধ্যে সিএমপি-কর্ণফুলী এলাকায় আওয়ামী লীগের মিছিল-মিটিংসহ তাদের সকল কার্যক্রম বন্ধ রয়েছে।

এদিকে কর্ণফুলী থানায় ওসি মোহাম্মদ শরীফ যোগদানের পর পুলিশের কর্মকান্ডে পরিবর্তন এনেছেন। আইন শৃঙ্খলা উন্নয়নের পাশাপাশি মানুষের দ্বারপ্রান্তে পুলিশের সেবা পৌঁছে দিতে বিট পুলিশিং কার্যক্রমের ব্যাপক প্রসার ঘটিয়েছেন। গত সাত মাসে থানার অধীনে আইন-শৃঙ্খলা রক্ষা, মাদকবিরোধী অভিযান, ডাকাতি-চুরি প্রতিরোধ, গুরুত্বপূর্ণ আসামী গ্রেপ্তার ও জননিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপগুলো ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন ওসি।

অন্যদিকে, পুলিশের অভিযানের পর সাধারণ জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা মনে করেন, রাজনৈতিক ছত্রচ্ছায়ায় দীর্ঘদিন ধরে অপরাধী চক্রগুলো সক্রিয় ছিল। ওসি কঠোর অবস্থান নেওয়ায় এখন এলাকায় সন্ধ্যার পরও মানুষ স্বস্তিতে চলাফেরা করতে পারছে।

মন্তব্য নেওয়া বন্ধ।