৮৫তে থামলেন প্রবীণ আলেম আব্দুল হক হাক্কানি

চট্টগ্রামের প্রবীণ আলেম, ইসলামী চিন্তাবিদ মাওলানা আব্দুল হক হাক্কানি (হাক্কানি হুজুর) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। সাতকানিয়া উপজেলার বারদোনা গ্রামের বাসিন্দা হাক্কানি হুজুর ৮৫ বছরে ইহকাল ত্যাগ করলেন।
রোববার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। সোমবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টায় সাতকানিয়ার গারাঙ্গিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর মাদ্রাসা প্রাঙ্গণেই চিরনিদ্রায় শায়িত হবেন তিনি।

কর্মজীবনে আব্দুল হক হাক্কানি সাতকানিয়ার গারাঙ্গিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা, পটিয়ার হযরত শাহচান্দ আউলিয়া কামিল মাদ্রাসা, চট্টগ্রামের দারুল উলুম আলিয়া মাদ্রাসা ও সৌদি আরবের একটি মসজিদে খতিব হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ সাতকানিয়া উপজেলার চরতি দুরদুরী মোহাম্মদীয়া (সা.) দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুপারের দায়িত্ব পালন করেছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর ছেলে ইয়াছির সিলমি বর্তমানে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ ডিপার্টমেন্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে কর্মরত আছেন।
ইয়াছির সিলমির পিতার মৃত্যুতে সাতকানিয়া-লোহাগাড়া সাংবাদিক ফোরাম-চট্টগ্রাম এর সভাপতি হোসাইন তৌফিক ইফতিখার ও সাধারণ সম্পাদক মিজানুল ইসলামসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মন্তব্য নেওয়া বন্ধ।