৯ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল স্বাভাবিক

কুমিল্লার বুড়িচংয়ে মালবাহী ট্রেনের লাইনচ্যুত হওয়া বগি তিনটির উদ্ধারকাজ শেষ হয়েছে। এতে প্রায় ৯ ঘণ্টা পর আজ সোমবার দুপুর ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম ও নোয়াখালী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

রেলওয়ে (পথ) প্রকৌশলী মো. লিয়াকত আলী মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাকসাম ও আখাউড়া রেলওয়ে জংশন থেকে দুটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শেষ করার পর দুপুর ১টার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়েছে।

এদিকে, এ ঘটনায় রেলওয়ের পক্ষ থেকে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আজ সোমবার ভোর ৪টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মালবাহী একটি ট্রেন বুড়িচং উপজেলার রাজাপুর রেলস্টেশন এলাকায় পৌঁছালে তিনটি বগি লাইনচ্যুত হয়। এর ফলে নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস লাকসাম রেলওয়ে জংশনে এবং শশীদল স্টেশনে তূর্ণা নিশীথা এক্সপ্রেস আটকা পড়ে।

মন্তব্য নেওয়া বন্ধ।