অজগরের সেই ১১ বাচ্চা অবমুক্ত হচ্ছে সীতাকুণ্ড ইকোপার্কে

চট্টগ্রাম চিড়িয়াখানায় হাতে তৈরি ইনকিউবেটরে তৃতীয়বারের মতো ফুটানো ১১টি অজগরের বাচ্চার স্থান হচ্ছে সীতাকুণ্ড ইকোপার্ক। এর আগে দুই দফায় ফুটোনো ৫৩টি বাচ্চাও উন্মুক্ত স্থানে অবমুক্ত করা হয়েছিল।

শনিবার (৬ আগস্ট) বিকেলে বিষয়টি চট্টগ্রাম খবরকে নিশ্চিত করেন চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর ডা. মো. শাহাদাত হোসেন শুভ।

তিনি বলেন, মাননীয় জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের পক্ষে সীতাকুণ্ডের এসিল্যান্ড আশরাফুল আলম স্যার আগামীকাল (রোববার) সীতাকুণ্ড ইকোপার্কে ১১টি অজগরের বাচ্চা অবমুক্ত করবেন।

এক প্রশ্নের জবাবে ডা. শুভ জানান, হাতে তৈরি এই ইনকিউবেটরে ফুটানো প্রথম দফায় ২৫টি এবং দ্বিতীয় দফায় ২৮টি অজগরের বাচ্চা অবমুক্ত হয়েছিল।

প্রসঙ্গত, টানা ৬৫দিন ইনকিউবেটরে পরিচর্যার পর গত ২৪ জুন ১১টি ডিম থেকে বাচ্চা ফুটেছে। এসব বাচ্চা বংশবৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য উন্মুক্ত বনে ছেড়ে দেয়া হচ্ছে।

মন্তব্য নেওয়া বন্ধ।