অনিয়মের খোঁজে চট্টগ্রাম কাস্টম হাউসে দুদক

বিভিন্ন অনিয়মের অভিযোগের বিষয়ে খোঁজ নিতে চট্টগ্রাম কাস্টম হাউসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুদক চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক এনামুল হক এ অভিযানে নেতৃত্ব দেন।

সূত্রে জানা গেছে, চট্টগ্রাম কাস্টম হাউসের রাসায়নিক পরীক্ষাগারের কার্যক্রমে অসঙ্গতি, বিভিন্ন গ্রুপের কাজে অনিয়মসিহ বিভিন্ন বিষয়ে হটলাইনে অভিযোগ পায় দুদক। আর সে বিষয়ে খোঁজ নিতে দুদক টিম হাজির হয় চট্টগ্রাম কাস্টম হাউসে।

অভিযানকালে ঘুষ লেনদেনের বিষয়টি সরাসরি প্রমাণ করতে না পারলেও অভিযোগের সত্যতা খুঁজে পেয়েছেন দুদক। মূলত অসাধু কর্মকর্তাদের পছন্দসই দালাল চক্রের মাধ্যমে ঘুষ লেনদেন প্রক্রিয়া সম্পাদন হয়।

এ বিষয়ে দুদক চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক এনামুল হক বলেন, ঘুষ সংক্রান্ত অভিযোগ তদন্তে অভিযান চালানো হয়েছে। প্রাথমিকভাবে কিছু নথিপত্র গড়মিল আছে কিনা পরীক্ষার জন্য খতিয়ে দেখা হচ্ছে। খুব তাড়াতাড়ি সবকিছু নিয়ে কমিশন বরাবর প্রতিবেদন জমা দেয়া হবে।

মন্তব্য নেওয়া বন্ধ।