অনুমোদন ছাড়া বিদ্যুতের তার তৈরি, র‌্যাবের হাতে ধরা

সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোর অনুমতি না নিয়েই চট্টগ্রাম নগরে তৈরি হচ্ছিল বিদ্যুতের তার। আর বিভিন্ন সময় দুর্ঘটনার জন্য এসব নিম্নমানের তারকে দায়ী করা হয়।

গোপন তথ্যের ভিত্তেতে র‌্যাব পাঁচলাইশের জাঙ্গালপাড়ায় অভিযান চালিয়ে এনইসি সুপার এন্ড ক্যাবল ইন্ডাস্ট্রিজ নামের প্রতিষ্ঠান থেকে ৭৬৮ কেজি তামার তার উদ্ধার জব্দ করেছে। এসময় ওমর ফারুক (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে।

আটক ওমর ফারুক ভূজপুর থানার সুয়াবিল নোয়াপাড়ার মৃত নুর বক্সের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার বলেন, জাঙ্গালপাড়ায় এনইসি সুপার এন্ড ক্যাবল ইন্ডাস্ট্রিজে অভিযান চালিয়ে ওমর ফারুককে গ্রেপ্তার করা হয়েছে। এসময় ৭৬৮ কেজি তারও জব্দ করা হয়।

তিনি আরও বলেন, এনইসি ক্যাবলের বিএসটিআই কর্তৃক অনুমোদন না থাকলেও তারা বিএসটিআইয়ের লগো ব্যবহার করেছে। লোগো ব্যবহারের প্রতারণা ও নিম্নমানের তার উৎপাদন করায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এফএম

মন্তব্য নেওয়া বন্ধ।