অমিক্রন দূর না হতেই হাজির ডেলমিক্রন

করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের পর বিশ্ব যখন আফ্রিকান ভ্যারিয়েন্ট অমিক্রনের ঝুঁকি সামলাতে হিমশিম খাচ্ছে, ঠিক তখনই ইউরোপে আছড়ে পড়ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ডেলমিক্রন।

বিশেষজ্ঞদের ধারণা ডেল্টা এবং অমিক্রন ভ্যারিয়েন্টের মিলিত রূপ হলো ডেলমিক্রন। সবার অজান্তেই ইউরোপে ডেলমিক্রন সংক্রমণের মিনি সুনামি আছড়ে পড়েছে।

নতুন নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার প্রেক্ষাপটে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বুস্টার ডোজের ওপর বাড়তি গুরুত্ব না দিয়ে আগামী মার্চের মধ্যে প্রতিটি দেশের ৭০ ভাগ নাগরিককে দু’টি করে টিকার ডোজ নিশ্চিত করতে বলছে। তবে ডেলমিক্রন কতটুকু ভয়াবহ হবে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।

মন্তব্য নেওয়া বন্ধ।