আইপিএল খেলাকে কেন্দ্র করে হাটহাজারীতে যুবককে পিটিয়ে হত্যা

চট্টগ্রামের হাটহাজারীতে আইপিএল খেলাকে কেন্দ্র করে ঝগড়ার জেরে পিটিয়ে হত্যা করা হয়েছে মো. ফারুক (৩৫) নামের এক যুবককে ।

বুধবার (৫ এপ্রিল) মধ্যরাতে উপজেলার আমান বাজারের পশ্চিমে নাজিম কলোনি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ফারুক কুমিল্লা জেলার লাকসাম থানাধীন হারাকাল এলাকার বাচ্চু মিয়ার পুত্র। তারা দীর্ঘ ৪০ বছর ধরে হাটহাজারীতে বসবাস করে আসছিল তার পরিবার। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ২ব্যক্তিকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আইপিএল ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নাজিম কলোনির ফারুকের দোকানে একই এলাকার ফয়সাল (২১) নামে এক যুবকের কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। এতে ফয়সাল সামান্য আঘাতপ্রাপ্ত হয়। সে দোকান থেকে বেরিয়ে মধ্যরাতে অন্তত ২৫ থেকে ৩০ জন সদলবলে কলোনিতে এসে  ফারুক ও তার বোন জেসমিনকে (২১) পিটিয়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ফারুককে মৃত ঘোষণা করেন। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

এদিকে সংবাদ পেয়ে থানা পুলিশ এলাকায় অভিযান চালিয়ে ২ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। তবে তাদের নাম প্রকাশ করেনি।

এ বিষয়ে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ঘটনার সাথে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য তাৎক্ষণিক দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকে অভিযান অব্যাহত আছে।

মন্তব্য নেওয়া বন্ধ।