আউটার স্টেডিয়ামে জেলা প্রশাসনের অভিযান, অবৈধ স্থাপনা উচ্ছেদ

মাঠ রক্ষায় চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি এলাকার আউটার স্টেডিয়ামে অভিযান চলিয়ে স্টেডিয়ামের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। রোববার (১৯ মার্চ) দুপুর ১২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও আরডিসি নু-এমং মারমা মং বলেন, আউটার স্টেডিয়ামের আশেপাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ মাঠটি চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার মাঠ। এ মাঠে কোন অবৈধ স্থাপনা থাকবে না।

তিনি আরও বলেন, মাঠ রক্ষায় জেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। চট্টগ্রামের সবগুলো মাঠ রক্ষায় আমাদের অভিযান চলমান। পর্যায়ক্রমে মাঠগুলোতে গড়ে ওঠা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সবার জন্য উন্মুক্ত করা হবে।

চট্টগ্রামের জেলা প্রশাসক ও সিজেকেএস সভাপতি আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের উদ্যোগে চট্টগ্রামের সর্বস্তরের জনপ্রতিনিধি এবং ক্রীড়াপ্রেমী সুধীজনের সমর্থনে এ উচ্ছেদ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে বলেও জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও আরডিসি নু এমং মারমা মং।

মন্তব্য নেওয়া বন্ধ।