আওয়ামী লীগ সরকার ভোটে বিশ্বাসী

চট্টগ্রামের কর্ণফুলী ও আনোয়ারা উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যদের সাথে মতবিনিময় সভা করেছেন চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী এটিএম পেয়ারুল ইসলাম।

শুক্রবার (৭ অক্টোবর) দুপুরে কর্ণফুলী থানাধীন পারকি সমুদ্র সৈকতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, ‘শেখ হাসিনা সরকার উন্নয়নের সরকার। দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছে আওয়ামী লীগ সরকারই। আওয়ামী লীগ সরকার ভোটে বিশ্বাসী। এসময় বক্তারা দলের মনোনীত প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আহ্বান জানান।

জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এটিএম পেয়ারুল ইসলাম তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি গ্রামকে শহরে পরিণত করেছেন। চট্টগ্রাম নগরকে গড়ে তুলেছেন দেশের সেরা শহর হিসেবে। দেশের মেগা প্রকল্পগুলোর বেশির ভাগই চট্টগ্রাম নগরে। জেলা পরিষদ নির্বাচনে দল আমার ওপর আস্থা রেখে মনোনয়ন দিয়েছেন। আমি নির্বাচিত হলে মাননীয় ভূমিমন্ত্রীসহ প্রতিটি পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের এক সাথে নিয়ে চট্টগ্রামের উন্নয়নের জন্য কাজ করব।

আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম.এ মান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম.এ মালেকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুর হক চৌধুরী, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির সহকারী একান্ত সচিব রিদোয়ানুল করিম চৌধুরী সায়েম, বক্তব্য রাখেন সদস্য পদপ্রার্থী এস.এম আলমগীর চৌধুরী, সংরক্ষিত মহিলা আসন-৪ দিলুয়ারা বেগম, বৈরাগ ইউনিয়নে চেয়ারম্যান নোয়াব আলী, বারশতের চেয়ারম্যান এম.এ কাইয়ূম শাহ্।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হায়দার আলী রণি, সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইসলাম আহমেদ, শিকলবাহা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী, চেয়ারম্যানদের মধ্যে জাহাঙ্গীর আলম, সোলাইমান তালুকদার, নুরুল হক, মুহাম্মদ দিদারুল আলম, মৃণাল কান্তি ধর, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, আমিন শরীফ, মাষ্টার মোহাম্মদ ইদ্রিছ, মুক্তিযোদ্ধা শামসুল আলম চৌধুরী, আজিজুল হক চৌধুরী বাবুল, অসীম কুমার দেব, কলিম উদ্দিনসহ দুই উপজেলার কয়েক শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য নেওয়া বন্ধ।