আগুনে পুড়লো লংগদু মাইনী বাজারের ৯ দোকান

পার্বত্যজেলা রাঙামাটির লংগদু উপজেলার বৃহত্তর মাইনী বাজারে মধ্যরাতে আগুনে পুড়ে ছাই হয়েছে ৯টি দোকান।

শুক্রবার (২৬ মে) দিবাগত রাত সোয়া ৩টা মাইনী বাজারের মসজিদ রোড এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দোকান মালিক ও এলাকাবাসীরা ধারণা করছে কোন একটি দোকান থেকে বিদ্যুতের শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়েছে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মমতাজ ও পিটু জানান, বিকট শব্দে ঘুম ভেঙে গেলে জেগে দেখি আমাদের দোকান আগুনে পুড়ছে। আমাদের সবকিছু শেষ। এ ধরণের বুক ফাটা আর্তনাদ ক্ষতিগ্রস্ত সকল ব্যবসায়ীদের।

প্রায় ৪০ মিনিটের প্রচেষ্টায় আগুন লাগার সাথে সাথে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ, রেড ক্রিসেন্ট এবং জনসাধারণ যৌথ ভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

মাইনীমুখ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি রশীদ আহম্মেদ সওদাগর জানান, অগ্নিকাণ্ডের ফলে ৯টি দোকান ভস্মীভূত হয়ে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এতে ব্যবসায়ীরা একেবারে সর্বশান্ত হয়ে গেছে।

মন্তব্য নেওয়া বন্ধ।