আনোয়ারা-কর্ণফুলীতে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা প্রশাসন। রোববার (২৬ মার্চ) ভোরে আনোয়ারা উপজেলা স্মৃতিসৌধে পুস্পার্ঘ্য অর্পন করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

উপজেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পন করেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আবদুল্লাহ্ আল মুমিন, ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন, কৃষি কর্মকর্তা রমজান আলী, সহকারী পুলিশ কমিশনার কামরুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মুহাম্মদ হাছান, চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম চৌধুরী। অন্যদিকে কলেজ বাজার এলাকার শহীদ মিনারে পুস্পার্ঘ্য অপন করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, ইউএনও মো. মামুনুর রশীদ, সহকারী কমিশনার (ভূমি) পীযূষ কুমার চৌধুরী, ওসি মো. দুলাল মাহমুদ।

প্রথম প্রহরে উপজেলা প্রশাসনের পরপরই স্মৃতিসৌধে পুস্পার্ঘ্য অর্পন করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আনোয়ারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির শাহ্ সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ক্রীড়া সম্পাদক মো. ইমরান হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ সোহেল। এরপরপরই শ্রদ্ধা জানান আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, যুবলীগের আহবায়ক শওকত ওসমান, যুগ্ম আহবায়ক অনুপম চক্রবর্তী বাবুসহ বীরমুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।

মন্তব্য নেওয়া বন্ধ।