আনোয়ারায় জন্ম—মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠ চেয়ারম্যান হলেন বারশতের কাইয়ূম শাহ্

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধ কার্যক্রমে শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বারশত ইউনিয়ন পরিষদের এম.এ কাইয়ূম শাহ্। বৃহস্পতিবার (৬ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা পরিষদের আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তাঁকে উপজেলার শ্রেষ্ঠ চেয়ারম্যানের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমদের সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মামুনুর রশিদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা বি.ইউ.এম. আমানতগীর, চেয়ারম্যানদের মাঝে বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম চৌধুরী, নোয়াব আলী, এম.এ কাইয়ূম শাহ্, মাস্টার মোহাম্মদ ইদ্রিছ, অসীম কুমার দেব, কলিম উদ্দিন, আজিজুল হোক বাবুল।

এম.এ কাইয়ূম শাহ্ বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নির্বাচিত চেয়ারম্যান। সততার সাথে ইতিমধ্যে ইউনিয়নে জনপ্রিয়তা লাভ করেছেন তিনি। বিশেষ করে সরকারি ফি নিয়ে কোনো রকম হয়রানি ছাড়াই পুরো বারশতের মানুষ খুব তাড়াতাড়ি জন্ম বা মৃত্যু সনদ পেয়ে আসছে।

মন্তব্য নেওয়া বন্ধ।