আনোয়ারায় জেলিযুক্ত চিংড়ি জব্দ করে এতিমখানায় বিতরণ, জরিমানা

চট্টগ্রামের আনোয়ারায় চিংড়ি মাছে জেলি পুশ করায় এক মৎস্য আড়তদারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেইসাথে দেড়`শ কেজি চিংড়ি মাছ জব্দ করে তা এতিমখানায় বিতরণ করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল ১১ টার দিকে কালাবিবির দিঘির মোড়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মুমিনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

অভিযানে সহযোগিতা করেন মেরিন ফিশারিজ অফিসার হুজ্জাতুল ইসলাম সহ উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তাগণ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন, গোপন সংবাদে জানতে পেরেছি কালাবিবির দিঘির মোড় এলাকায় মৎস্য আড়ৎগুলোতে কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে চিংড়ি মাছে অপদ্রব্য জেলি পুশ করে ওজন বাড়িয়ে ভোক্তাদের সাথে প্রতারণা করা হচ্ছে। জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অবৈধ উপায়ে পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ একটি শাস্তিযোগ্য অপরাধ।

তিনি বলেন, এই অপরাধে একজন আড়তদারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় ২০ হাজার টাকা জরিমানা ও দেড়‘শ কেজি চিংড়ি মাছ জব্দ করা হয়েছে। জব্দকৃত চিংড়ি মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

মন্তব্য নেওয়া বন্ধ।