আনোয়ারায় সাক্ষ্য দেওয়ায় যুবকের পরিবারের উপর হামলা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আদলতে সাক্ষ্য দেওয়ায় খোকন মজুমদার নামের এক যুবকের পরিবারের ওপর হামলা চালানোর আভিযোগ উঠেছে প্রতিপক্ষদের বিরুদ্ধে।

গত শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকাল নয়টার দিকে উপজেলার বারখাইন এলাকায় এঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন খোকন মজুমদারের স্ত্রী সন্তানসহ আরো দুই জন। আহতরা হলেন, সুমা মজুদদার (৩৫) এবং ইমন মজুমদার (১৫)।

এ ঘটনায় হামলাকারী হিসেবে অভিযুক্ত করে সুব্রত মজুমদার, সাগর মজুমদার, সন্তোষ মজুমদার, লাকী মজুমদার, মনু মজুমদারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন আহত খোকন মজুমদার।

অভিযোগ সূত্রে জানা যায়, হামলাকারীদের সাথে পূর্ব বিরোধ থাকায় বিভিন্ন রকম হুমকি দিয়ে আসছিল খোকন মজুমদারের পরিবারের ওপর। এমনি অবস্থায় গত ৩০ আগস্ট আদলতে তাদের বিরুদ্ধে একটি বিষয়ে সাক্ষ্য দেওয়ায় খোকন মজুমদারকে হত্যা করতে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে প্রতিপক্ষরা। পরে তাকে বাঁচাতে পরিবারের সদস্যরা এগিয়ে আসলে পরিবারের সদস্যরাও হামলার শিকার হয়।

এ বিষয়ে অভিযোগের তদন্ত কর্মকর্তা আনোয়ারা থানার এএসআই শাহজাহান বলেন, বিষয়টি আমার হাতে আছে। সরেজমিন তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য নেওয়া বন্ধ।