আপোষে ভূমি বিরোধ মীমাংসায় দৃষ্টান্ত স্থাপন করলো রাঙ্গামাটি লিগ্যাল এইড অফিস

নালিশি জমিতে সরেজমিন গিয়ে বিরোধ মীমাংসা সভা কার্যক্রমের সুফল পাওয়া শুরু করেছে রাঙ্গামাটির বিচারপ্রার্থী মানুষ। গত ১৪ মাসে রাঙ্গামাটি লিগ্যাল এইড অফিস ১০৯৫টি বিরোধ আপোষে মীমাংসার চেষ্টা করে দ্রুততম সময়ে নিস্পত্তি করেছে। যার মধ্যে ১৯০টি দেওয়ানী, ৭৭টি ফৌজদারী ও ১১২টি পারিবারিক বিরোধ প্রিকেস অর্থাৎ বিচারের পূর্বেই বিনা খরচে সফলভাবে মীমাংসা করা হয়েছে।

আপোষে বিরোধ মীমাংসার মাধ্যমে নগদ টাকা আদায় হয়েছে ১ কোটি ২২ লাখ ৪ হাজার ৯৪ টাকা। বিনা খরচে এই টাকাগুলো পেয়েছেন ভুক্তভোগী বিচারপ্রার্থী মানুষ। এছাড়াও বিগত ১৪ মাসে বিভিন্ন আদালতে বিচারাধীন ১৩টি সিভিল, ১৭টি ফৌজদারী ও ১টি পারিবারিক মামলা সফলভাবে মীমাংসা করেছে লিগ্যাল এইড অফিস।

রাঙ্গামাটি পার্বত্য জেলার লিগ্যাল এইড অফিসার মো. জুনাইদ বলেন, আমরা বাদি-বিবাদিকে নিয়ে মিমাংসা সভা করে যাতে দুপক্ষের মধ্যে কোন অবিচার না হয় সেদিকে বিশেষ নজর রেখে আপোষে বিরোধ মিমাংসার চেষ্টা চালাচ্ছি। এ পদ্ধতি অনুসরণ করে আমরা সফল হয়েছি। লিগ্যাল এইড অফিসে জনবল ও পুরো জেলায় যাতায়াতের জন্য যানবাহন পাওয়া গেলে এই সেবা পুরো দেশে ছড়িয়ে দেওয়া সম্ভব।”

মন্তব্য নেওয়া বন্ধ।