ইংল্যান্ডকে ২৪৭ রানের লক্ষ্য দিলো টাইগাররা

সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে ইংল্যান্ডকে ২৪৭ রানের লক্ষ্য দিলো টাইগাররা। চট্টগ্রামে টস জিতে ব্যাট করতে নেমে ৪৮ ওভার ৫ বল খেলে সবক’টি উইকেট হারিয়ে টাইগাররা সংগ্রহ করেছে ২৪৬ রান। নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিম এবং সাকিব আল হাসানের ব্যাটিং দৃঢ়তায় এ লক্ষ্য দিতে পারলেও টাইগারগের আশা ছিলো আরও বড় সংগ্রহের।

সোমবার দিনের শুরুতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নামার শুরুটা মোটেও ভালো হয়নি টাইগারদের। ম্যাচ শুরু হতেই প্রথম তিন ওভারে দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। লিটন দাসের পর তামিম ইকবালকেও ফিরিয়ে দিলেন স্যাম কারান। তামিম ১১ করে ফিললেও লিটন ফিরে যান কোন রান ছাড়াই।

বাঁহাতি এই পেসারের লেগ স্টাম্পের বলে ফ্লিক করেছিলেন তামিম। বাংলাদেশ অধিনায়ক ভেবেছিলেন লেগ দিয়ে বেরিয়ে যাবে বল। কিন্তু তাকে চমকে দিয়ে অনেকটা সোজা হয়ে এসে লাগে ব্যাটের কানায়, ক্যাচ ওঠে যায় পয়েন্টে! সেখানে কোনো ভুল করেননি জেমস ভিন্স।

পরবর্তীতে দলের হাল ধরেন মুশফিকুর রহিম এবং নাজমুল হোসেন শান্ত। ৪৩ বলে মুশফিকুর রহিমের রান ২৮। দুইজনই মেরেছেন তিনটি করে বাউন্ডারি। সাবধানী শুরুর পর ৭৮ বলে তাদের জুটির রান ছুঁয়েছে পঞ্চাশ। তবে ৫৩ রানে থাকা অবস্থায় রান আউটে কাটা পড়ে বিদায় নেন শান্ত। এরপর ৭০ রানে থাকা অবস্থায় আদিল রশিদের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন মুশফিকও।

এরপর ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলামরা। তবে শেষ দিকে সাকিব দ্রুত রান তোলার চেষ্টা করলেও বেশি দূর দলকে নিতে পারেননি। সাকিব ৭৫ রানে আর্চারের শিকার হয়ে বিদায় নেন। এরপর দ্রুত অলআউট হয় বাংলাদেশ দল। শেষ পর্যন্ত ২৪৬ রানেই থামে টাইগারদের ইনিংস। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট সংগ্রহ করেছেন স্যাম কারেন।

সিরিজের শেষ ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, ইবাদত হোসেন, তাইজুল ইসলাম।

বাংলাদেশ দলের বিপরীতে ইংল্যান্ডের একাদশে রয়েছে জস বাটলার (অধিনায়ক), মইন আলি, স্যাম কারান, দাভিদ মালান, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, জেমস ভিন্স, ক্রিস ওকস, রেহান আহমেদ, জফ্রা আর্চার।

মন্তব্য নেওয়া বন্ধ।