ইউক্রেনের রাজধানীসহ ৪ শহরে সাময়িক যুদ্ধ বিরতি রাশিয়ার

বেসামরিক নাগরিকদের দ্রুত অন্যত্র সরে যাওয়ার জন্যে রাজধানী কিয়েভসহ খারকিভ, মারিওপোল এবং সুমি শহরে অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া।

সোমবার (৭ মার্চ) মস্কোর স্থানীয় সময় সকাল ১০টা থেকে এ ঘোষণা কার্যকর হবে বলে জানানো হয়েছে। তবে, ইউক্রেনের কর্তৃপক্ষ বিষয়টি এখনও নিশ্চিত করেনি।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি। মানবিক কারণে যুদ্ধ আক্রান্ত অঞ্চল ছাড়ার সুযোগ দিয়েছে বলে জানায় রাশিয়া।

এর আগে, মারিওপোল শহরে অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছিল রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে, রুশ বাহিনী সে ঘোষণা মানেনি—এমন অভিযোগ তুলে সেখান থেকে বেসামরিক নাগরিকদের অন্যত্র সরিয়ে নেয়নি ইউক্রেন।

আইএইচ/এফএম

মন্তব্য নেওয়া বন্ধ।