ঈদকে সামনে রেখে চট্টগ্রামে ভেজাল মসলা তৈরি—র‌্যাবের হাতে আটক ১০

আসন্ন কুরবানীর ঈদকে সামনে রেখে মসলার সাথে ক্ষতিকর কেমিক্যাল ও রং মেশানোর সময় চট্টগ্রামে র‌্যাবের হাতে আটক হয়েছে ১০ জন। এসময় ভেজাল রং মিশ্রিত প্রায় ৬০০ কেজি হলুদ, মরিচ ও ধনিয়া গুড়া এবং ১২ কেজি ভেজাল রং ও রাসায়নিক পদার্থ উদ্ধার করে র‌্যাব।

বুধবার (২৪ মে) সকালে বিষয়টি চট্টগ্রাম খবরকে নিশ্চিত করেন র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. নূরুল আবছার। তিনি বলেন, আসন্ন ঈদকে সামনে রেখে অসাধু চক্র মশলায় ক্ষতিকর রাসায়নিক পদার্থ ও রং মেশানোর সংবাদে আমাদের টিম অভিযান পরিচালনা করে। বাকলিয়া থানাধীন চাকতাই এলাকার জসিমের ক্রাসিং মিলের উক্ত অভিযানে ১০ জনকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, এসময় ভেজাল রং মিশ্রিত প্রায় ৬০০ কেজি হলুদ, মরিচ ও ধনিয়া গুড়া এবং ১২ কেজি ভেজাল রং ও রাসায়নিক পদার্থ উদ্ধার করা হয়েছে। তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো মিলের মালিক মোঃ জসিম উদ্দিন (৪০), মোঃ শরীফ হোসেন (৪০), মোঃ আলাউদ্দিন (৩৬), মোঃ জিলানী (২০), মোঃ সুজন (১৯), মোঃ সাইদুল (২০), আবদুল কাদের (৩৮),মোঃ সজল (৪৩), মোঃ দেলোয়ার হোসেন (৪৮) এবং মোঃ কামরুল হাসান (২৫)।

মন্তব্য নেওয়া বন্ধ।