ঈদ উপলক্ষে চট্টগ্রামে রেলের আগাম টিকেট বিক্রি শুরু ৭ এপ্রিল

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে ৭ এপ্রিল থেকে আগাম টিকেট বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার জাফর আলম। তিনি বলেন, ঈদের দিন থেকে ১০ দিন আগের টিকেট আগাম টিকেট হিসেবে বিক্রি করা হবে। ৭ তারিখ প্রথমদিন বিক্রি করা হবে ১৫ তারিখের টিকেট। এরপর পর্যায়ক্রমে পরবর্তী ৯ দিনের আগাম টিকেট বিক্রি করবে চট্টগ্রাম রেলওয়ে।

তিনি আরও বলেন, এবার টিকেট কিনতে এনআইডি বাধ্যতামূলক। শুধুমাত্র এনআইডির বিপরীতেই টিকেট বিক্রি করা হবে। তাছাড়া আন্তঃনগর ট্রেনের সব টিকেট বিক্রি হবে অনলাইনের মাধ্যমে। এতে করে যাত্রী ভোগান্তি লাঘব হবে। রাতজেগে লাইনে দাঁড়িয়ে থাকতে হবেনা টিকেট প্রত্যাশীদের। শুধুমাত্র মেইল ট্রেন ও স্পেশাল ট্রেনের টিকিট কাউন্টারে বিক্রি হবে। যার ফলে স্টেশনে তেমন ভিড় হবেনা। টিকেট পেতেও বেগ পেতে হবেনা টিকেট প্রত্যাশীদের।

জানা গেছে, ঈদে ঘরমুখো মানুষের জন্য প্রতিটি ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন করা হবে। চট্টগ্রাম থেকে ১০টি আন্তঃনগর, মেইল এবং স্পেশাল ট্রেনে অতিরিক্ত বগিসহ প্রতিদিন প্রায় ১৩ থেকে ১৪ হাজারের মতো টিকিট বিক্রি হবে।

মন্তব্য নেওয়া বন্ধ।