উখিয়ায় আরসা নেতার গুপ্তচর আটক

কক্সবাজারের উখিয়া থেকে রোহিঙ্গাদের উগ্রপন্থী সংগঠন আরকান সালভেশন আর্মির (আরসা) সাথে জড়িত মোহাম্মদ উল্লাহ (৩৭) নামের এক রোহিঙ্গাকে আটক করেছে র‍্যাব। রোববার (৬ মার্চ) সন্ধায় উখিয়ার কোটবাজার থেকে তাকে আটক করা হয়।
আটক মোহাম্মদ উল্লাহ উখিয়ার পালংখালী ইউনিয়নের ৮-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের ২৫ নম্বর ব্লকের বাসিন্দা আব্দুর রহমানের ছেলে।

র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোহাম্মদ আবু সালাম চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোহাম্মদ উল্লাহ আরসা প্রধান আবু আম্মার আতাউল্লাহ জুনুনির একান্ত গুপ্তচর হয়ে প্রতিপক্ষ ও আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার তথ্য সরবরাহের কথা স্বীকার করেছে। সে আরসার হাই কমান্ডের অর্থ সহায়তা নিয়ে সংগঠনবিভিন্ন সদস্যদের সাথে নিয়মিত বৈঠক এবং বিভিন্ন অপারেশনে অংশগ্রহন করতো।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

মন্তব্য নেওয়া বন্ধ।